চলতি বছরের শেষ দিকে বিপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু বিসিবি নির্বাচনের কারণে টুর্নামেন্টটি মাঠে গড়ানো নিয়ে অনিশ্চতা তৈরি হয়েছে। এর মাঝেই বিপিএল বর্জনের কথা ভাবছে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। মূলত, বিসিবি নির্বাচনে ভোটাধিকার হারিয়েছেন মিজানুর রহমান। এ ছাড়াও ফরচুন বরিশালের অবিচ্ছেদ্য অংশ মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। যার প্রভাব পড়তে যাচ্ছে বিপিএলে। গুলশান ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন মিজানুর রহমান। কিন্তু গত মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে ১৫টি ক্লাবকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এতে নির্বাচনে ভোটাধিকার হারিয়েছেন তিনি। রাজনীতির অভিযোগে ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন মিজানুর রহমান। তিনি বলেন, ওনারা বিপিএল করতে পারবে? ওনারা কিভাবে করবে? ওখানে যারা আছে, নির্বাচিত হচ্ছে ওখানে বিপিএল করার মতো কারা আছে...