জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানায়ে তাকাইচি। শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র সভাপতি নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করে তাকাইচি বিজয়ী হন। এর ফলে তার প্রধানমন্ত্রিত্ব এখন কেবল সময়ের ব্যাপার। আগামী ১৫ অক্টোবর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকাইচিকে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হবে। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী শিগিরু ইশিবার স্থলাভিষিক্ত হবেন। ৬৪ বছর বয়সী তাকাইচি এক কঠিন সময়ে নেতৃত্বের দায়িত্ব নিতে যাচ্ছেন। বয়স্ক জনসংখ্যা, অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক সংকট এবং অভিবাসন নিয়ে বিতর্ক—এসব চ্যালেঞ্জই তার সামনে অপেক্ষা করছে। রাজনৈতিক দিক থেকেও তিনি সহজ পরিস্থিতিতে নেই, কারণ এলডিপি নেতৃত্বাধীন জোট সাম্প্রতিক নির্বাচনে পার্লামেন্টের কোনো কক্ষেই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। ফলে সরকার পরিচালনায় তাকাইচিকে কৌমেইতোসহ অন্যান্য বিরোধী...