বৃহস্পতিবার গভীর রাতে ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী তেহরান সহ আশপাশের বিভিন্ন শহর কেঁপে ওঠে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইসফাহান প্রদেশের জাভারেহ এলাকায়। এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল। কম্পন অনুভূত তেহরান ও ফরদোতেওভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে ইসফাহানের পাশাপাশি তেহরান প্রদেশের দামাবান্ধ, আবসারদ, কিলান, ভারামিন ও ফাসমের মানুষও কম্পন টের পেয়েছেন। এমনকি ধর্মীয় নগরী কোমেও মাটি কেঁপে ওঠে। উদ্বেগের বিষয় হলো, কোমের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ইরানের অন্যতম প্রধান পারমাণবিক স্থাপনা ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ ছড়িয়ে পড়ে। যদিও এই সামরিক ঘাঁটিতে ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পরিচালিত হয়...