মাজার হলো মিলন মেলা। গণতন্ত্রের আরেক নাম মিলন মেলা। যদি মিলনই না হয়, গণতন্ত্র কিভাবে হবে। যখন হাসিনাকে তাড়ানো হয়, তখনো মিলন মেলা হয়েছিল।শনিবার (৪ অক্টোবর) রাজধানীর মিরপুর ১-নম্বর শাহ আলীর মাজারে শতবর্ষী বটগাছ কাটা এবং সারাদেশে মাজারে হামলার প্রতিবাদে সেই আহত গাছের গোড়ায় আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। এ সময় তিনি বলেন, ‘আমরা যারা মাজারের ভক্ত, আসিক, যে মাজারে আসলেই বরকত আছে, যে স্থানে আল্লাহর রহমত নেমে আসে। আজ এখানে যে গাছ কাটা হয়েছে, এটা মারাত্মক অপরাধ। এটা শুধু একটি গাছ নয়—এটা আশ্রয় ছিল বহু পাখি, প্রাণী, এমনকি আমাদের সাধনা ও স্মৃতিচারণার। এই গাছের সঙ্গে জড়িয়ে আছে মাজারের স্মৃতি, আমাদের ভক্তি ও সাধনার ইতিহাস, পাগলের আশ্রয়, প্রকৃতির পাখি ও প্রাণী।’তিনি...