যে মেয়েকে ক্রিকেট খেলতে বারণ করতেন বাবা, দিতেন বকাঝকা, আজ সেই মেয়ে দেশের হয়ে সুনাম কুড়াচ্ছে। ২০ বছর বয়সী এ পেসারের হাত ধরেই ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। বলছিলাম মারুফা আক্তারের কথা। উত্তরাঞ্চলের নীলফামারীর প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা মারুফা এখন বিশ্বব্যাপী পরিচিত। মসৃণ রানআপ, দুর্দান্ত ইনসুইং এবং উইকেট থেকে মুভমেন্ট আদায় করে নেওয়ার অনন্য দক্ষতা মারুফাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। কলম্বোতে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ-সেরা হয়েছেন মারুফা আক্তার। ৭ ওভারে ৩১ রানে নিয়েছেন ২ উইকেট। ২টি উইকেটই নিয়েছেন ইনিংসের প্রথম ওভারে। মারুফার প্রতিবেশী নাজমুল ইসলাম বলেন, মারুফা ছোট থেকেই ক্রিকেট নিয়ে পড়ে থাকতো। ছেলেদের মতো পোশাক পরতো। এজন্য গ্রামের মানুষের কত কটূকথা...