সিলেট:সিলেটের গোলাপগঞ্জে প্রকাশ্য দিবালোকে সাহিদা বেগম (২৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তারই স্বামী। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে বসতবাড়িতে এ ঘটনা ঘটে।নিহত সাহিদা বেগম (২৩) ওই গ্রামের রেজাউল করিমের স্ত্রী। অবশ্য ঘটনার পর পরই এলাকাবাসীর সহযোগিতায় ‘ঘাতক’ স্বামী রেজাউলকে আটক করেছে পুলিশ। প্রতিবেশীরা জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জেরে উত্তেজিত হয়ে রান্না ঘর থেকে বটি দা নিয়ে সাহেদা বেগমকে কুপিয়ে হত্যা করেন রেজাউল করিম। এদিকে, স্থানীয়দের অভিযোগ- হত্যাকাণ্ডের পর তাকে মানসিক ভারসাম্যহীন সাজানোর চেষ্টা করছেন তার স্বজনরা। আটকের পর রেজাউল করিম পুলিশের কাছে বলে, সে নাকি সাপ মারার ধ্যানে স্ত্রীকে কুপিয়ে মেরে ফেলেছে। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে...