যশোর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পাঁচ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছেন। শনিবার (০৪ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে যশোর সদর উপজেলার যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে এগুলো উদ্ধার করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিলদার মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় নড়াইল এক্সপ্রেস নামক যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ট্যাপেন্ডাডল ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এসময় কাউকে...