ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলনের কারণে ইরানের মাটি ভয়াবহভাবে নিচে নামছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সমান আয়তনের প্রায় ৩১ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা এখন বছরে অন্তত ১০ মিলিমিটার হারে বসে যাচ্ছে। এর ফলে অন্তত ৬ লাখ ৫০ হাজার মানুষ সরাসরি ঝুঁকির মুখে পড়েছেন। সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা গেছে মধ্য ইরানের রাফসাঞ্জান শহরে। সেখানে পিস্তাচিও বাগান ও কৃষিকাজে ব্যাপক ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে প্রতি বছর জমি ৩৪ সেন্টিমিটার (প্রায় একফুট) নিচে নেমে যাচ্ছে। গবেষকরা সতর্ক করে বলেছেন, এভাবে চলতে থাকলে ১০ বছরে জমি ১০ থেকে ১৩ ফুট পর্যন্ত বসে যেতে পারে। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ইউরোপীয় মহাকাশ সংস্থার স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে গবেষকরা ১০৬টি এলাকায় ভূমিধস শনাক্ত করেছেন। এর মধ্যে ৭৭ শতাংশই কৃষি অঞ্চল। ভূমিকম্পের মতো হঠাৎ নয়,...