যত এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, ততই বাড়ছে নাটকীয়তা। একের পর এক প্রার্থী সরে দাঁড়াচ্ছেন নির্বাচন থেকে। লুৎফর রহমান বাদলের পর এবার সরে দাঁড়ালেন হাসিবুল আলম। বিসিবি নির্বাচন যত এগিয়ে আসছে, তত নিচ্ছে নতুন মোড়। নির্বাচনে অসংগতির কথা উল্লেখ করে নির্বাচন প্রত্যাহার করছেন বিভিন্ন প্রার্থী। গতকাল রাতে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। একইভাবে আজ সকালে রাজশাহী বিভাগের প্রার্থী হাসিবুল আলম বিসিবি ভবনে এসে নিজের সরে যাওয়ার কথা জানান। তার নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ হিসেবে নির্বাচনে কারচুপিকে দাঁড় করান। আজ সকালে রাজশাহী বিভাগের এই প্রার্থী সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি এভাবে চলতে থাকে, তবে বিসিবি নির্বাচনের মান আরও খারাপ হবে। আগের নির্বাচনের চেয়েও খারাপ পরিস্থিতি এখন চোখে পড়ছে। সুষ্ঠু ভোট হচ্ছে...