* জাতীয় পার্টির দখলে থাকা আসনে সরব বিএনপি-জামায়াত* বিএনপির ওসমান ফারুক প্রার্থী হলে সরে যেতে পারেন অন্যরা* মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এরইমধ্যে আলোচনায় জামায়াত প্রার্থী কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে ঘিরে এখনও অনিশ্চয়তা কাটেনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর দেশে ফিরে কিছুটা সক্রিয় হলেও বর্তমানে তিনি ফের দেশের বাইরে আছেন। তবে তার অনুসারীরা এলাকায় সক্রিয় রয়েছেন। বিএনপি থেকে এ আসনে আরও মনোনয়নপ্রত্যাশী রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জজকোর্টের জিপি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা এবং যুববিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন। তবে দলীয় সূত্র বলছে, যদি ড. ওসমান ফারুক মনোনয়ন চান অন্যরা স্বেচ্ছায় সরে দাঁড়াবেন। অন্যদিকে জামায়াতে ইসলামী এরইমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে।...