ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির সহযোগী দেশটির কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর টেস্ট সিরিজ খেলতে ভারতে গিয়েছে দলটি। সংস্করণ বদলালেও ভাগ্য বদল হয়নি উইন্ডিজের। আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে উইন্ডিজ স্রেফ উড়ে গিয়েছে। তিন দিন শেষ হওয়ার আগেই ভারত ম্যাচটা জিতেছে ইনিংস ও ১৪০ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়েছিল উইন্ডিজ। জবাবে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। ২৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আজ টেস্টের তৃতীয় দিনে ১৪৬ রানে গুটিয়ে গেছে উইন্ডিজ। অবশ্য টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দুঃসময় নতুন নয়। লাল বলে সর্বশেষ ১৫ ইনিংসে শুধু দুবার ২০০ পেরোতে পেরেছেন রোস্টন চেস-ব্রান্ডন কিংরা। আর ভারতের মাটিতে উইন্ডিজের পারফরম্যান্স আরও বেহাল। এ...