আনন্দ ও অশ্রুজলে বিদায় নিলেন দেবি দুর্গা। কিন্তু পিছু ছাড়লো না বৃষ্টি। শুক্রবার (৩ অক্টোবর) একাদশীতেও গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়। দুর্গাপূজা শেষ হতে না হতেই দামোদর নদীর দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হলো ৫৯ হাজার ৭৫ কিউসেক পানি। এর পাশাপাশি মাইথন এবং পাঞ্চেত থেকে পানি ছাড়ার কারণে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগর ও ভূমধ্যসাগরের গভীর নিম্নচাপের ফলে কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। ফলে দামোদর নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালেই দুর্গাপুর ব্যারাজ থেকে পানি ছাড়া হয়। অপরদিকে মাইথন থেকে ৩২ এবং পাঞ্চেত থেকে ৫০০ কিউসেক পানি ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, যে পরিস্থিতি বর্তমানে আছে তাতে নিয়ন্ত্রণ রয়েছে। তবে যদি বৃষ্টির পরিমাণ...