ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্বপুর ইউনিয়ন আমির মাওলানা ইলিয়াস হোসেনের সদস্য পদ তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ফেইসবুকে ছবি শেয়ার করাকে কেন্দ্র করে হাজীগঞ্জে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াত। চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া জানান, হামলার ঘটনায় জামায়াতের অন্তত...