আগামী ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এ খবর নিশ্চিত হওয়ার পর, রোহিত কি দলে অধিনায়ক হয়ে ফিরবেন? এমন প্রশ্ন উঠছিল জোরেসোরে। সেই প্রশ্নের জবাব পাওয়া গেলো। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, তরুণ ব্যাটার শুভমন গিলকে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রোহিত শর্মার স্থলাভিষিক্ত হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শনিবার আহমেদাবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে গিলকে এখন থেকেই অধিনায়ক হিসেবে প্রস্তুত করতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়ার সাথে আলোচনা করেই। ২৬ বছর বয়সী শুভমন...