ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে ইতালির আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে ফ্লোরেন্সে। শুক্রবার ইতালি জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা জড়ো হয়ে ম্যাচটি বাতিলের আহ্বান জানান। এই বিক্ষোভটি ছিল দেশজুড়ে ঘোষিত সাধারণ ধর্মঘটের অংশ, যা ইসরায়েলি নৌবাহিনীর একটি মানবিক সহায়তা বহর আটকানোর ঘটনার প্রতিক্রিয়ায় ডাকা হয়। ইতালি আগামী ১৪ অক্টোবর উডিনে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আয়োজনের কথা রয়েছে। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইতোমধ্যেই যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলকে স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করছে। শুক্রবারের বিক্ষোভের সময় ইতালি দলের খেলোয়াড়রা ফ্লোরেন্সের কোভারচিয়ানো ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন না; তারা সোমবার সেখানে যোগ দেবেন। বিক্ষোভকারীরা প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীত পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং হাতে একটি ব্যানার তোলেন, যাতে ইতালীয় ভাষায় লেখা ছিল— ‘জায়নবাদের অবসান ঘটাও...