ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রতিপক্ষের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কলেজ রোডের চুয়াল্লিশের মোড় এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম। গ্রেপ্তাররা হলেন- আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন (৫০), উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যা (৩৩), পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী (৩৫) এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। ওসি শাহজালাল আলম বলেন, শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা বনি আমিন। মামলায় বনি আমিনসহ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এ কে এম উজ্জ্বল হোসেনকে মারধরের অভিযোগ করা হয়। মামলায়...