ঢাকা:আগামী ৬ অক্টোবর (সোমবার) বিশ্ব বসতি দিবস উদযাপিত হবে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’। শনিবার (০৪ অক্টোবর) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য বিবরণীতে জানানো হয়, দিবসটি উদযাপনের উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কর্মসূচির আওতায় আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, গোয়েন লুইস এ আলোচনা সভায় উপস্থিত থাকবেন। এছাড়া, এদিন র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি সকাল সাড়ে ৮টায় জিয়া উদ্যান থেকে শুরু করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। বিবরণীতে আরও জানানো হয়,...