বিষয়টি একটু অস্বস্তিকর হলেও কোনো রকম রাখ-ঢাক না রেখেই নিজের সমস্যার কথা জানালেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন নিজের একজিমার লড়াইয়ের কথা। ভূমি জানান, ছোটবেলা থেকেই তিনি এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। তবে সঠিকভাবে একজিমা ধরা পড়ে মাত্র তিন বছর আগে। স্টোরিতে তাকে মেকআপ করতে দেখা যায় বাথরুমে। সেই সময়ই তিনি বলেন, ভ্রমণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর মানসিক চাপের কারণে তার একজিমা বেড়ে যায়। তিনি লিখেছেন, যখনই আমি ভ্রমণ করি, কিংবা ডায়েট খারাপ...