বাংলাদেশে ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন দুই দেশের প্রেসিডেন্ট। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই শুভেচ্চা বিনিময় করেন। একই দিনে অভিনন্দন বার্তা বিনিময় করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। চীনের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এ বলা হয়, চীনা প্রেসিডেন্ট তার বার্তায় চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং তাদের মধ্যে দীর্ঘদিনের বিনিময়ের ইতিহাস রয়েছে বলে উল্লেখ করেন। শি জিনপিং বলেন, গত ৫০ বছরে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন সত্ত্বেও চীন ও বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। এটি দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্মান, সমতা ও জয়-জয় সহযোগিতার একটি উদাহরণ।...