অনলাইনে ১০ দিন আগে কাটতে এসে তিন মিনিটেই উধাও হয়ে গেছে ট্রেনের টিকিট। এসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সিলেট অঞ্চলের যাত্রীরা। মৌলভীবাজারের কুলাউড়া জংশনের স্টেশন মাস্টার রোমান আহমদ এই ঘটনায় হতবাক। প্রশ্ন রেখে বলেন, ‘এটা কি করে সম্ভব? প্রবাসী আতিকুর রহমান জানান, ১০ তারিখে কর্মস্থলে ফিরে যাওয়ার কথা। কিন্তু ১ অক্টোবর সকালে অ্যাপে ঢুকেই দেখেন সব টিকিট শূন্য। এখন কীভাবে ঢাকা পৌঁছাবেন সেই দুশ্চিন্তায় আছেন তিনি। সাউথ ইস্ট ব্যাংকের অ্যাসিসট্যান্ট ম্যানেজার সুয়েবুর রহমান জরুরিভাবে ঢাকা যাওয়ার প্রয়োজনে ব্ল্যাকারদের দ্বারস্থ হয়েও সমাধান পাননি। ব্যবসায়ী হারুন আহমদ জানালেন, চিকিৎসার জন্য যেতে হচ্ছে ঢাকা। কালনী এক্সপ্রেসের সাড়ে ৩৫০ টাকার টিকিট কিনতে হয়েছে এক হাজার টাকায়। কিন্তু ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতির কারণে ব্ল্যাকারদের কাছ থেকে পাওয়া টিকিট নিয়েও রয়েছে জরিমানার ঝুঁকি। একদিকে অনলাইনে টিকিট...