ভারতের ওয়ানডে ক্রিকেটে এলো বড় পরিবর্তন। বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলো অধিনায়কত্ব থেকে, আর তার জায়গায় নেতৃত্বের ভার তুলে দেওয়া হলো তরুণ শুভমান গিলের হাতে। শনিবার (৪ অক্টোবর) অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণার সময় এ সিদ্ধান্ত জানালেন প্রধান নির্বাচক অজিত আগারকার।অক্টোবরের ১৯ তারিখ থেকে পার্থে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর সেখান থেকেই ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাবে ২৬ বছর বয়সী গিলকে। ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেবেন শুভমান গিল—এই রূপরেখাই আঁকছে বোর্ড।গিল এখন একসঙ্গে দুই ফরম্যাটে (টেস্ট ও ওয়ানডে) অধিনায়ক, আর টি-টোয়েন্টিতে তিনি সহ-অধিনায়ক। এ বছরের শুরুতে রোহিত টেস্ট থেকে অবসরের পরই গিলকে সেই ফরম্যাটে নেতৃত্ব দেওয়া হয়েছিল।...