ড. আহমদ আবদুল কাদের বলেন, কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে যেমন সন্দেহের সৃষ্টি হয়েছে, অন্যদিকে যথাসময়ে সুষ্ঠু জাতীয় নির্বাচন নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। এ জন্য ইতোমধ্যেই খেলাফত মজলিস জুলাই জাতীয় সনদ-২০২৫ এর ভিত্তিতেই ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন আয়োজন করাসহ ৬ দফা দাবিতে ৩ দফা কর্মসূচি পালন করেছে। জনগণ এসব কর্মসূচিতে ব্যাপকভাবে সাড়া দিয়েছে।কিন্তু আমাদের এ প্রধান দাবিসহ ৬ দফা দাবি পূরণে সরকারের পক্ষ থেকে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর না হওয়ায় আমরা নিম্নোক্ত নতুন কর্মসূচি ঘোষণা করছি : ১. ৫-৯ অক্টোবর গণসংযোগ ২. ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল ৩. ১২ অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এ ছাড়া আগামী ১৫-৩০ অক্টোবর খেলাফত মজলিস সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে...