কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি মাথা নত করতে পারে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছে, রাষ্ট্র কোনো ছেলেখেলা নয়, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি ‘খেলতে দেওয়া যায় না’। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলছিলেন তিনি। সালাহউদ্দিন বলেন, “যে কোন একটা আইনানুগ বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোন অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যে নজিরটা আগামী দুই বছর পরে, পাঁচ বছর পরে…বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন।” এ সময় কোনো দলের নাম উচ্চারণ না করে তিনি বলেন, “রাষ্ট্র কোন ছেলেখেলা নয়।...