লক্ষ্য আহমরি বড় ছিল না৷ রংপুর বিভাগ সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানে গুটিয়ে যায়। রাজশাহীর প্রয়োজন ছিল সতর্ক ব্যাটিং। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৪ রান করতে গিয়ে হযবরল অবস্থা। স্কোরবোর্ডে ২৯ রান তুলতেই ৫ উইকেট নিয়ে তাদের। ওই অবস্থায় জয়ের চিন্তা করা একটু কঠিনই। কিন্তু সাব্বির রহমান ও সাকির হোসেন গড়ে তোলেন প্রতিরোধ। তাদের ব্যাটে ভর করে ধ্বংসস্তুপে থেকে উঠে দাঁড়ায় রাজশাহী। দুইজন রান করেন অনায়সে। শত রানের পর সাব্বির (৩৫) হাল ছেড়ে দিলেও সাকির নিজেকে লম্বা রেসের ঘোড়া হিসেবে প্রমাণ করেন। ৪২ বলে খেলেন ৫২ রানের ইনিংস। যেখানে ছিল ২ চার ও ৩ ছক্কা। সাব্বির ফেরার পর রাজশাহী খানিকটা চাপে পড়লেও নিহাদ ২২ গজে এসে সবাইকে চমকে দেন। ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৭ রান করেন।...