ভারতের ওয়ানডে দলে অধিনায়কত্বে পরিবর্তন আসছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত শর্মার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন শুভমান গিল।সিরিজটি শুরু হবে ১৯ অক্টোবর থেকে। ইএসপিএনক্রিকইনফো জানায়, রোহিতকে এবার দলে রাখা হয়েছে কেবল ব্যাটার হিসেবে। তিনিসহ বিরাট কোহলিও দীর্ঘ বিরতির পর ভারতের জার্সিতে ফিরবেন। দুজনেরই সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। আহমেদাবাদে শনিবার অনুষ্ঠিত নির্বাচক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকটি পরিচালনা করেন প্রধান নির্বাচক অজিত আগারকর, উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বোর্ড সচিব দেবজিত সাইকিয়া। সূত্র মতে, নির্বাচকরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই পরিবর্তন এনেছেন, যাতে গিল ২০২৭ সালের বিশ্বকাপের (যা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়) আগে নেতৃত্বের অভিজ্ঞতায় আরও পরিণত হতে পারেন। ২৬ বছর বয়সী গিল এখন ভারতের তিন ফরম্যাটেই...