এ বছরের জুনে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎসে পরিণত হল সৌরশক্তি। পরিবেশবান্ধব শক্তির উৎস হিসেবে সৌরশক্তি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-এ উৎপাদিত মোট বিদ্যুতের ২২ শতাংশের যোগান দিয়েছে, যা পারমাণবিক শক্তিকেও ছাড়িয়ে গিয়েছে। পারমাণবিক শক্তি ২১.৬ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট’-এ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক বা এপ্রিল থেকে জুনে ইইউ-তে উৎপাদিত মোট বিদ্যুতের অর্ধেকের বেশি এসেছে পরিবেশবান্ধব শক্তি উৎস থেকে। ইউরোপের তিনটি দেশ নিজেদের মোট বিদ্যুতের ৯০ শতাংশের বেশি পরিবেশবান্ধব শক্তি উৎস থেকে উৎপাদন করতে পেরেছে। গত বছরের একই সময়ের তুলনায় নিজেদের জ্বালানি ব্যবস্থায় পরিবেশবান্ধব শক্তির অংশ বাড়িয়ে তুলতে পেরেছে ইউরোপের ১৫টি দেশ। ইউরোস্ট্যাটের প্রতিবেদনে উঠে এসেছে, “বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ৯৪.৭ শতাংশ পরিবেশবান্ধব শক্তি উৎপাদন...