এআই-ভিত্তিক ভিডিও তৈরির সুযোগ করে দিতে স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই আনলো নতুন সোশ্যাল ভিডিও অ্যাপ ‘সোরা’। টিকটক কিংবা ইনস্টাগ্রামের রিলসের মতোই শর্ট ভিডিও বানানো যাবে এই অ্যাপ থেকে। এই অ্যাপের বিশেষত্ব হলো এখানে ব্যবহার করা হবে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা। অ্যাপের প্রধান আকর্ষণ হতে চলেছে ‘ক্যামিও’ নামের একটি ফিচার। ব্যবহারকারীরা ছোট্ট ভিডিও বানাতে পারবেন এআই ব্যবহার করে। অন্য ব্যবহারকারীরা চাইলে সেই ভিডিও ব্যবহার করে নিজেরা নতুন ক্লিপ তৈরি করতে পারবেন। সোরা ২ মডেল ব্যবহার করতে পারবেন তারা। ক্যামিও নামক ফিচার ব্যবহার করে বন্ধুদের তো বটেই, অনুমতি থাকলে অন্য যে কাউকেই ভিডিওতে যোগ করে ফেলা যাবে। তবে সেক্ষেত্রে যার মুখ ব্যবহার করা হল, তিনিও ভিডিওটির ‘কো-ওনার’ হবেন। তিনি ভিডিওটির ‘অ্যাক্সেস’ নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি ভিডিওটি ডিলিট করেও দিতে পারবেন। চাইলেই কারো...