মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে ঋষভ শেঠি অভিনীত দক্ষিণী সিনেমা ‘কানতারা চ্যাপ্টার ১’। মুক্তির প্রথম দিনে ছবিটি হিন্দি বেল্টের বক্স অফিসে ১৮.৫০ কোটি টাকা আয় করে। যা হিন্দি বেল্টে ২০২৫ সালে মুক্তি পাওয়া কোনো ছবি হিসেবে সপ্তম সর্বোচ্চ (দক্ষিণী সিনেমা হিসেবে) ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। কিন্তু দ্বিতীয় দিনেই সেই আয় কমে গেলো। বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির দ্বিতীয় দিনে হিন্দি বেল্টের বক্স অফিসে ‘কানতারা চ্যাপ্টার ১’ এর আয় দাঁড়িয়েছে ১১ কোটি। হিন্দিসহ কন্নড়, তামিল, তেলুগু- সব মিলিয়ে দ্বিতীয় দিনে ‘কানতারা ২’ এর বক্স অফিস সংগ্রহ ৪৫ কোটি রুপি (নেট কালেকশন)। প্রথম দিনে ৬১ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে ৪৫ কোটি রুপি মিলিয়ে দুই দিনে ভারতে সিনেমাটির আয় ১০৬ কোটি রুপি (নেট)। আর বিশ্বব্যাপী দুই দিনে ছবিটি সব মিলিয়ে...