০৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম শরীয়তপুরের সখিপুরে ছয় বছরের কন্যা শিশু তায়েবা হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো সখিপুর। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবিতে থানা ঘেরাও, মিছিল ও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে সখিপুরবাসী। শনিবার (৪ অক্টোবর) সকালে সখিপুর থানার সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহত তায়েবার সহপাঠীরা। স্থানীয় হাফেজ আবুল কাশেম কারীমিয়া মাদ্রাসা, দারুল উলুম নূরানী ও ক্বওমী মাদ্রাসা এবং ইসলাহুল উম্মাহর ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এদিকে নিহত তায়েবার শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন গোটা পরিবার। কিছুতেই যেন কান্না থামছে না নিহতের মা ডলি সরদারের। এদিকে একটি কুচক্রী মহলের ইন্ধনে নিহতের আপন চাচী আয়েশা খাতুনকে প্রধান আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর...