০৪ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরেও ইসরায়েলি সেনারা গাজায় ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। হামলার ঘটনাটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। শুক্রবার (৩ অক্টোবর) হামাস ট্রাম্পের নতুন গাজা পরিকল্পনার জবাব দেয়। এতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে সম্মতি জানায় হামাস। কিন্তু তার পরের দিন, শনিবার ভোর থেকে ইসরায়েল বোমাবর্ষণ ও গোলাবর্ষণ চালায়। ট্রাম্প ইতিমধ্যেই বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ইসরায়েল তা উপেক্ষা করে হামলা চালায়। হামলার কারণ হিসেবে বলা হচ্ছে নিরাপত্তা এবং রাজনৈতিক চাপ, যদিও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। গাজার সিভিল ডিফেন্সের...