০৪ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম "গাইবান্ধার সুন্দরগঞ্জে গবাদিপশুর তড়কা রোগ (অ্যানথ্রাক্স) প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর এতে ভয় দেখিয়ে ৮০ পয়সার ভ্যাকসিন ২০ থেকে ৩০ টাকা নেওয়া হচ্ছে। সে কারণে গবাদিপশুর মালিকদের অর্ধকোটি টাকা চলে যাচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তাদের পকেটে। এ দুর্যোগের সময় তারা সেবা দিতে আসেননি, বরং এসেছেন টাকা লুটে নিতে"—দাবি করে গবাদিপশুর মালিকদের অভিযোগ উঠেছে। জানা গেছে, রংপুর জেলার পীরগাছা ঘেঁষে সুন্দরগঞ্জ উপজেলা। পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্স রোগে এ পর্যন্ত মারা গেছেন ২ এবং আক্রান্ত আছেন ৭ জন ব্যক্তি। আর এ রোগের জীবাণু ছড়ায় অসুস্থ গবাদিপশুর মাংস থেকে। সুন্দরগঞ্জেও এ পর্যন্ত শতাধিক গরু মারা গেছে। প্রতিনিয়ত জবাই করা হচ্ছে আক্রান্ত গরু। আর এ সকল গরুর মাংস কেটে অসুস্থ আছেন প্রায় অর্ধশত লোক। এ...