০৪ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ( ৪ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওয়ার্কশপ ব্যবসায়ীর নাম আল-মামুন (৩০)। তিনি একই উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বাকশা গ্রামের জাহান আলী গাজীর ছেলে। মামুন কেড়াগাছি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি পদে ছিলেন। স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান ফারুকী জানান, কলারোয়ায় আল মামুনের একটি ওয়ার্কশপের দোকান রয়েছে। তিনি নিজেই লেদ মিস্ত্রী। সকালে বালিয়াডাঙ্গা গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে গ্রীলের কাজ করার সময় আল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার সাথে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আল-মামুনকে মৃত ঘোষণা করেন। কলারোয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারে পাঁচ বছর বয়সী একটি...