০৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম বাগেরহাটের শরনখোলা থানা হাজত থেকে এক আসামি পালিয়েছে। ৪ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে। আসামিকে আটক করতে অভিযান শুরু করছে থানা পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে বাগেরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান দৈনিক ইনকিলাব কে বলেন, মাদক মামলায় থানা হাজতে আটক থাকা বাইজীদ নামের এক আসামি টয়লেটে যাওয়ার ভান করে পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৩ অক্টোবর বিকেলে উপজেলার নলবুনিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম এর পুত্র বাইজীদ (২০) কে মাদক সহ স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। পরে মামলা দিয়ে থানা হাজতে আটক রাখা হয়।শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল্লাহ বলেন, পালিয়ে যাওয়া ঐ আসামির বিরুদ্ধে...