নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, নতুন চাঁদ ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী জন্ম নেবে। তবে সেই দিন সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না, তাই রমজানের প্রথম দিন হিসেবে ১৯ ফেব্রুয়ারি ধরা হচ্ছে। আল জারওয়ান আরও জানান, রমজান মাসের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট এবং মাস শেষে তা বেড়ে ১৩ ঘণ্টা ২৫...