নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের দুর্গাপূজায় ড. মুহাম্মদ ইউনূসের মুখাবয়ব ব্যবহার করে অসুরের মূর্তি তৈরির ঘটনা 'অত্যন্ত নিম্নরুচি' এবং 'অপসংস্কৃতির' পরিচায়ক। শনিবার (৪ অক্টোবর) জিয়া উদ্যানে অ্যাব’র নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে শ্রদ্ধা-নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন। রিজভী বলেন, এমন কাজ যে দেশে শিল্প-সংস্কৃতির উচ্চতা আছে বলে পরিচিত সেখানে হবে তা কল্পনাও করা যায় না। তিনি আরো বলেন, দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও বিভাজন তৈরির চেষ্টা চলছে, কিন্তু সাধারণ জনগণ—হিন্দু-মুসলমান সবাই—এহেন ষড়যন্ত্র প্রতিহত করেছে এবং সম্প্রীতি বজায় রেখেছে। রিজভী রাষ্ট্রীয় প্রশাসনে নিরপেক্ষতা হারানোরও উদ্বেগ জানান; কিছু গুরুত্বপূর্ণ পদে বিশেষ রাজনৈতিক দলের লোকজন নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, এভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন...