মিরপুরের শাহ আলীর মাজারে শতবর্ষী বটগাছ কাটা এবং সারাদেশে মাজারে হামলার প্রতিবাদে শনিবার (৪ অক্টোবর) একটি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, “মাজার মানেই মিলন মেলা। গণতন্ত্রের এক অন্য রূপ হলো মিলন। মিলন ছাড়া গণতন্ত্র কল্পনাও করা যায় না। যখন হাসিনাকে তাড়ানো হয়, তখনো মিলন মেলা হয়েছিল। কিন্তু আজ যা ঘটছে, তা ভিন্ন।” ফরহাদ মজহার আরও বলেন, “শতবর্ষী এই বটগাছ কেটে দেওয়া মারাত্মক অপরাধ। এটি কেবল একটি গাছ নয়—এটি বহু পাখি, প্রাণী এবং মানুষের সাধনা ও স্মৃতিচারণার আশ্রয় ছিল। এখানে মাজারের ইতিহাস, ভক্তি ও সাধনার সঙ্গে জড়িয়ে আছে। যারা এই গাছ কেটেছে, তারা শুধু গাছই নয়, আমাদের স্মৃতি ও পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করেছে। সরকারকে আমরা ইতিমধ্যেই জানিয়েছি, এই অপরাধের বিচার হবে।” তিনি জোর...