নিজস্ব প্রতিবেদক : সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ অক্টোবর থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই প্লাস্টিকের ব্যবহার বন্ধে সচিবালয়ের সকল প্রবেশপথে কঠোর চেকিং ও নজরদারি চালানো হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যারা পলিথিন বা এসইউপি বহন করবেন তাদের কাগজের বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ সরবরাহ করা হবে। সচিবালয়ের বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধির জন্য সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিম কাজ করবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে সভা-সেমিনারে একবার ব্যবহার্য প্লাস্টিকের বদলে পরিবেশবান্ধব পাটজাত বা কাগজের সামগ্রী...