শতবর্ষী শাহ আলী (র.) মাজারের বটগাছ কেটে ফেলা এবং দেশজুড়ে মাজারে আধ্যাত্মিক চর্চায় বাধা দেওয়ার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। শনিবার দুপুরে মিরপুর-১-এর শাহ আলী (র.) মাজার প্রাঙ্গণে আংশিক কেটে ফেলা গাছের গোড়ায় আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে তিনি গাছ কাটার ঘটনাকে 'ফৌজদারি অপরাধ' আখ্যা দিয়ে বিচার দাবি করেছেন। ফরহাদ মজহার বলেন, "শাহ আলী (র.) মাজারের গাছ কেটে ফৌজদারি অপরাধ করা হয়েছে, এর বিচার হতে হবে।" তিনি উল্লেখ করেন, সরকারের তিনজন উপদেষ্টা এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও এখানে এসে মাজারের পরিবেশ ও সংগীত বন্ধ দেখে বিস্মিত হয়েছিলেন। অথচ বন্ধ হয়ে যাওয়া সেই সাধনা আবার শুরু হয়েছিল। কেন তা বন্ধ করা হলো, সেই জবাব মাজার কর্তৃপক্ষকেই দিতে হবে। তিনি মাজারের গুরুত্ব তুলে ধরে বলেন, "মাজার...