যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। হামাস বন্দিদের মুক্তি এবং শান্তি প্রস্তাবের মূল শর্ত মানার ইঙ্গিত দেওয়ায় ট্রাম্প এই পদক্ষেপ নেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, হামাসের সহযোগিতা সঙ্কেত পাওয়ার পর তারা ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়ন করতে প্রস্তুত, যা মূলত ইসরায়েলি বন্দিদের মুক্তির উপর কেন্দ্রিত। এরপরই দেশটির সেনাবাহিনী গাজার ওপর আক্রমণ কমানোর নির্দেশ পেয়েছে। হামাস ইতিমধ্যেই ট্রাম্পের ২০-পদবিশিষ্ট শান্তি প্রস্তাবের সঙ্গে সাড়া দিয়েছে। ট্রাম্প সতর্ক করেছিলেন, প্রস্তাব অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি নিজস্ব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ইসরায়েল অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করুক, যাতে বন্দিদের নিরাপদে দ্রুত মুক্তি দেওয়া যায়। এটি শুধুমাত্র গাজার জন্য নয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তির জন্য।” নেতানিয়াহুর কার্যালয়ও জানিয়েছে, তারা ট্রাম্প ও তার দলের সঙ্গে সহযোগিতা...