রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কাঁশিয়া বাড়ি বাজারে শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হারিয়ারকুঠি ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম। বক্তৃতায় তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। জীবনের বাকি সময় জনগণের খাদেম হয়ে আপনাদের সেবাতেই নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি বলেন, ইসলাম বিদ্বেষী স্বৈরাচার শেখ হাসিনা বিনা অপরাধে আমাকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ষড়যন্ত্র করেছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ সেই শেখ হাসিনাই দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে আবারও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আজহারুল...