শনিবার (৪ অক্টোবর) সাতসকালে মুম্বাই বিমানবন্দরে লেন্সবন্দি ‘ব্লকবাস্টার মুহূর্ত’। বলিউডের একসময়কার বহুল চর্চিত জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। বর্তমানে যদিও তারা যে যার সংসার-সন্তান নিয়ে ব্যস্ত, তবে রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে চর্চা আজও জারি। সেই প্রাক্তন জুটিকেই খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল বিমাবন্দরে। পাপারাজ্জিরাও সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। যে প্রেমিকা প্রেমিকের নাম শরীরে খোদাই করেছিলেন, বিচ্ছেদ যন্ত্রণা সইতে না পেরে সিনেমার প্রোমোশনেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, সেই দীপিকা এবার প্রাক্তন রণবীর কাপুরকে দেখে জড়িয়ে ধরলেন। শুধু তাই নয়, বিমানবন্দরের ইলেকট্রিক শাটল থামিয়ে রীতিমতো হাসিমুখে কুশল-মঙ্গল বিনিময় করলেন রণবীরের সঙ্গে। ভাইরাল এক ভিডিওতে দেখা গেল, রণবীর গাড়ি থেকে নেমে সদ্য বিমানবন্দরে পা দিয়েছেন। সে সময়েই দেখতে পান দীপিকা ইলেকট্রিক শাটলে চড়ে যাচ্ছেন। প্রাক্তনকে দেখেই গাড়িয়ে থামিয়ে প্রথমে তাকে...