দেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান মাল্টিমোড গ্রুপ আনুষ্ঠানিকভাবে তাদের নতুন লোগো ও আধুনিকায়নকৃত ওয়েবসাইট উন্মোচন করেছে। আজ শনিবার রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন মাল্টিমোড গ্রুপের ভাইস চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল, ডেপুটি সিইও তাবিথ আউয়াল, পরিচালক তাজওয়ার এম আউয়াল এবং পরিচালক তাফসির আউয়াল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাল তীর সিড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আনমসহ মাল্টিমোড গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় মাল্টিমোড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লাল তীর লাইভস্টক ও লাল তীর সিড লিমিটেডের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ভালুকা, ময়মনসিংহের উথুরায় অবস্থিত লাইভস্টক ফার্ম অফিস এবং গাজীপুরের বাসন, জয়দেবপুরে অবস্থিত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে। অনুষ্ঠানে মাল্টিমোড গ্রুপের...