রাশকিমা মানদানা প্রেম করেছেন কার সঙ্গে? বিয়ে করছেন কাকে? গত কয়েক বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই, বেশিরভাগ সময়ে যার নাম আলোচনায় এসেছে, সেই বিজয় দেবরকোণ্ডা। টাইমস অব ইন্ডিয়া বলছে, ফের শোনা যাচ্ছে এবারের দুর্গাপূজার সময়ে বাগদান সেরে ফেলেছেন তারকাযুগল! বিজয়ের হায়দরাবাদের বাড়িতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তারা। এখন চার হাত এক হওয়ার অপেক্ষা। এছাড়া সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়বেন রাশমিকা ও বিজয়। তবে বিষয়টি নিয়ে রাশমিকা ও বিজয়ের মন্তব্য আসেনি। কারণ বাগদানের বিষয়টিকে তারা নাকি আলোচনার বাইরে রাখতে চান। এর মধ্যে সোশাল মিডিয়ায় রাশমিকা একটি পোস্ট বাগদানের জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছেন। দশেরার দিন ঐতিহ্যবাহী পোশাকে কপালে তিলক পরে একটি ছবি শেয়ার করেন রাশমিকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ...