২০২১ সাল। রংপুরের এক তরুণ উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন। নাম নাহিদ হাসান। চার বন্ধুর ৪ হাজার টাকার পুঁজি নিয়ে শুরু করলেন অনলাইন ব্যবসা নাহিদ’স ওয়ার্ল্ড। পরিকল্পনা ছিল, যখন যে ফলের মৌসুম, তখন তাই বিক্রি করবেন। আমের মৌসুমে শুরুটা হলো, কিন্তু সেই শুরুতেই এক ভয়ংকর প্রতারণার শিকার হলেন তিনি। এক ক্রেতার ২৫০ কেজি আমের বড় অর্ডারের ফাঁদে পড়ে ধারদেনা করে প্রায় ১৭ হাজার টাকার আম কিনে পাঠালেন। এরপর সেই লোকের আর কোনো খোঁজ নেই। ব্যবসার শুরুতেই এমন হোঁচট খাবেন, তা নাহিদের কল্পনার বাইরে ছিল। ঋণের বোঝা আর ব্যর্থতার গ্লানিতে প্রতিটি দিন চোখের জলে ভেসেছে তাঁর। এই ব্যর্থতাই কি শেষ কথা? এটা নাহিদের জন্য নয়। যার শুরুটা হয়েছিল প্রতারণার শিকার হয়ে, কান্নার মধ্য দিয়ে, সেই নাহিদই আজ মাসে...