বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এ মাসেই। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকলেও দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকবে। আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ শনিবার প্রথম আলোকে বলেন, অক্টোবর মাসের প্রথম ১৫ দিন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই। কারণ, এ সময় মৌসুমি বায়ু থাকবে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে মৌসুমি বায়ু চলে যেতে শুরু করবে। তখন ঘূর্ণিঝড় হওয়ার একটা আশঙ্কা থাকে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয় বছরের দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে এপ্রিল-মে মাসে, আর দ্বিতীয় পর্যায়ে অক্টোবর-নভেম্বর মাসে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টি হওয়ার পূর্বাভাস...