এশিয়া কাপের ট্রফি বিতর্ক যেন শেষ ই হচ্ছে না। এরই মধ্যে জানা গেছে, ট্রফি নিয়ে নিজের দৃঢ় অবস্থান রক্ষা করায় পাকিস্তানে স্বর্ণপদক পেতে যাচ্ছেন মহসিন নাকভি । তাকে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ দিয়ে সম্মান জানানো হবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান তার “নৈতিক ও সাহসী পদক্ষেপের” জন্য এই পুরস্কার পাচ্ছেন। পাকিস্তানের ‘দ্য নেশন’ পত্রিকার খবরে বলা হয়েছে, নাকভিকে সম্মাননা জানানো হবে সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামালের মাধ্যমে। জামাল বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়ার সম্পর্কের টানাপোড়েনের সময়ে নাকভির দৃঢ় অবস্থান ছিল পাকিস্তানের জন্য গর্বের বিষয়। তার মতে, এটি শুধুমাত্র ক্রিকেটের বিষয় নয়, দেশের মর্যাদা এবং চাপের মূহুর্তে দৃঢ় থাকার পরিচয়। করাচিতে একটি জমকালো অনুষ্ঠানে নাকভিকে স্বর্ণপদক...