জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব নির্বাচনে জয়ী হয়েছেন সানা তাকাইচি। ফলে দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হলো তার। শনিবার ৪ অক্টোবর প্রকাশিত আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রথম দফায় পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শনিবার দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয়। ভোটে তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন। জয়ী হলে কোইজুমি এক শতাব্দীরও বেশি সময় পর জাপানের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতেন। এর আগে অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রীর দায়িত্বে ছিলেন ৬৪ বছর বয়সী তাকাইচি। তিনি এলডিপির ডানপন্থী অংশের প্রতিনিধিত্ব করছেন। আগামী ১৫ অক্টোবর সংসদে ভোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হতে পারেন। এলডিপি এখনও পার্লামেন্টের সবচেয়ে বড় দল হলেও সাম্প্রতিক নির্বাচনে দলটির জোট কোনো কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি।...