প্রথমবারের মতো, অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিকে‘অ্যাসেসমেন্ট লেভেল-১’এ উন্নীত করেছে। অন্যদিকে ভারত ও চীন রয়েছেলেভেল-২অবস্থানে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নতুন এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেলিয়ায় পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া হবে আরও সহজ ও দ্রুত। একই সঙ্গে স্পন্সরশিপের জটিলতা কমবে এবং টিউশন ফি থাকবে নিয়ন্ত্রণে। এতদিন বাংলাদেশ ছিললেভেল-৩পর্যায়ে, যার ফলে ভিসা প্রক্রিয়ায় নানা জটিলতা ও অতিরিক্ত খরচের মুখোমুখি হতে হতো আবেদনকারীদের। তবে নতুন নিয়মে শিক্ষার্থীরা কম খরচে, স্বল্প সময়ে এবং সহজ ধাপ অনুসরণ করে ভিসার জন্য আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়া সরকারের ঘোষণামতে,৩০ সেপ্টেম্বর ২০২৫বা তার পর থেকে জমা দেওয়া সব স্টুডেন্ট ভিসা আবেদনেই...