সিলেটের মাঠে জাতীয় ক্রিকেট লিগের রোমাঞ্চকর এক ম্যাচে রংপুর বিভাগকে ৪ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ। ব্যাটিং বিপর্যয়ের পরও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় রাজশাহী। টস হেরে আগে ব্যাট করে রংপুর ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে করে ১৪৩ রান। দলের হয়ে ইমন ৪৫ বলে ৫০ ও আকবর আলী ২০ বলে ২৮ রানের ঝলক দেখালেও বাকিদের ব্যাটে সেভাবে রান আসেনি। রাজশাহীর হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সাব্বির হোসেন ইনাম, ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে, মাত্র ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। রংপুরের পেসার আবু হাসিম ছিলেন আগুনঝরা, মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট, যা রাজশাহীর টপ অর্ডারকে সম্পূর্ণ ধসিয়ে দেয়। কিন্তু তখনই শুরু হয়...