পারফিউম এখন শুধু সাজসজ্জার অংশ নয়, এটি ব্যক্তিত্বেরও প্রকাশ। অফিসে, ডেটে কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে একফোঁটা পারফিউমই পুরো মুডটা বদলে দিতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রিয় পারফিউমের ঘ্রাণ কয়েক ঘণ্টাও টেকে না।বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য পারফিউম নয়, বরং আমাদের ব্যবহারের ধরনই দায়ী। ভুল পদ্ধতিতে ব্যবহার করলে পারফিউমের ঘ্রাণ অল্প সময়েই উবে যায়। অথচ একটু যত্ন নিলেই এই সুবাস টিকে থাকতে পারে সারাদিন।চলুন জেনে নিই, সাধারণ যে ৬টি ভুলের কারণে পারফিউমের ঘ্রাণ দ্রুত উড়ে যায়, আর সেই সঙ্গে টিকিয়ে রাখার সহজ কৌশলগুলোও—১. শরীরে ঘষে ব্যবহার করাকুকুর কামড়ানোর পর প্রথম ১৫ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কী কী করবেন?অনেকে পারফিউম হাতের তালুতে স্প্রে করে গলায় বা কবজিতে ঘষে নেন, এটা বড় ভুল। ঘষে দিলে ত্বক গরম হয়ে যায়, ফলে ঘ্রাণের...